ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাদ্রাসার পাশ থেকে ময়লার ভাগার ডাম্পিং অপসারণের দাবিতে ছাত্ররা আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
২০১৩ সালের ৫ মে রাজধানী অভিমুখী হেফাজতে ইসালমীর বিশাল লংমার্চে টঙ্গীতে মাদ্রাসা ছাত্রদের ওপর নৃশংস হামলা চালায় কতিপয় দুষ্কৃতকারী । সেদিন রাম দা দিয়ে কুপিয়ে বেশ কয়েক জন হাফেজকে রক্তাক্ত করে । টঙ্গী দারুল উলুম মাদ্রাসার ছাত্ররাই সেদিন বেশি আক্রান্ত হয়েছিলো। মাদ্রাসাটির প্রধান ও গাজীপুর জেলা হেফাজতে ইসলামীর আমীর মুফতি মাসউদুল করীম সাহেবের নেতৃত্বে সেদিন রাজধানীমুখী ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছিলো। সেদিন থেকেই ফ্যাসিবাদের টার্গেটে পরিণত হয় টঙ্গীর দারুল উলুম মাদ্রাসা। মাদ্রাসাটি ঘেঁষে দক্ষিণ পাশে ঈদগাহ মাঠ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে উক্ত মাঠের পাশেই দক্ষিণমুখী রাস্তার মাথায় সিটি করপোরেশনের বিশাল ডাস্টবিন করা হয়। একাধিক উপযুক্ত জায়গা থাকা সত্বেও সেদিন এলাকাবাসী ও মাদ্রাসা কতৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই মাদ্রাসাটির সামনে শত্রুতা বশত: ময়লার এই ভাগার স্থাপন করা হয়েছিলো। এতে দক্ষিণা বাতাসে ময়লার দুর্গন্ধ ও মাছির উপদ্রবে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ আশপাশের বাসিন্দারা ছিলেন অতিষ্ঠ। মাদ্রাসার পাশ থেকে এই ময়লার ভাগার অপসারণের দাবিতে ছাত্ররা আন্দোলন করে আসছেন। আজ তারা গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবশেষে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। অপরদিকে এতে ঠিকাদারেরাও ময়লা ফেলার জায়গা না পেয়ে শতাধিক ময়লার ভ্যান নিয়ে গাসিক টঙ্গী কার্যালয় ঘিরে অবস্থান নেয়। তারা গাসিক টঙ্গী কার্যালয় প্রাঙ্গনে ময়লার ভ্যান আনলোড করার হুমকি দিলে অবশেষে আপাতত: চেরাগ আলী বাসস্ট্যান্ডে সওজের পরিত্যাক্ত জায়গায় (উচ্ছেদ হওয়া অবৈধ শমসের উদ্দিন মার্কেট) ময়লা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেখানেও ওই জায়গার মালিকানা দাবি নিয়ে কিছু ব্যক্তি এসে ময়লা ফেলতে বাধা দেয়। অথচ, জায়গাটি সড়ক ও জননপথ বিভাগের নামে আরএস রেকর্ডভুক্ত।
টঙ্গীতে ময়লা ডাম্পিং নিয়ে জটিলতা, পাল্টাপাল্টি কর্মসূচি
