টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

0
89
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী থানা প্রেসক্লাবের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কাজী কামরুল। স্বজন সমাবেশ টঙ্গী শাখার সহ সভাপতি শেখ মো. রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম, অমল চন্দ্র ঘোষ, পলাশ প্রধান, আবু সালেহ মুসা, তাওহিদুল ইসলাম, আওলাদ হোসেন, সুজন সারোয়ার, ইফতেখার রায়হান, লিটন মিয়া, জসিম উদ্দিন মাস্টার, বি এ রায়হান, মোস্তাকিম খান, জাহাঙ্গীর আকন্দ, জাহাঙ্গীর মোল্লা, হানিফ হোসেন, মোস্তফা মিয়া, কাজী রোকেয়া কেয়াসহ টঙ্গীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সম্মানে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here