ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন- ডিস খোকন (৫৪), পিয়াস আহমেদ (৩৫), মেহেদী হাসান (৩৫), জুম্মন (৩৩), কালাম (২৮), আবেদ হোসেন ওরফে মনির (২৫), শান্ত (১৮), শ্রী অপূর্ব বাঁশফোর (২৮), সাগর (২৭), এনামুল (৩৪), সাইদ বেপারী (৩০), অন্তর আহমদ জাকির (৩২) ও ইব্রাহিম খলিল (৩৮)।
পুলিশ জানায়, ১৫ জানুয়ারি টঙ্গীর পাগার এলাকায় উইন্ডি এ্যাপারেলসের সামনে ঝুট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়।এই ঘটনায় বৃহস্পতিবার মো. জাফর বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় ২৩ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার রাতভর টঙ্গীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে মোট ১৩ জন আটক করা হয়।আটককৃতদের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় ৯ জন ও টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হৈ চৈ করার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৪ জন আটক হয়।আটককৃতদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় পার্টি ও ছাত্রদলের কর্মী রয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে জিএমপির ৮৫ ধারায় মামলা দায়ের করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। তিনি আরো জানান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
টঙ্গীতে যৌথ অভিযানে আ. লীগ-বিএনপি-জাপার ১৩ জন আটক
