Daily Gazipur Online

টঙ্গীতে রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধের উদ্যোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গীতে রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, টঙ্গী শিল্পাঞ্চলে রাত ১১টার পর রাস্তার পাশে ও অলিগলিতে চায়ের দোকানে সবার সঙ্গে মিশে যায় অপরাধীরা। আড্ডার ফাঁকে ছিনতাই ও মাদক কারবার করে তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে অপরাধীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নীচে ও উপরেসহ অলিগলিতে চায়ের দোকানে আড্ডা থেকে অপরাধের জন্ম হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে তথ্য জানা গেছে। রাত সাড়ে ১১টায় দোকানপাট বন্ধ হলে রাস্তা ফাঁকা থাকবে, আর তখন কেউ অপরাধ করলে সহজেই চোখে পড়বে। এতে মানুষের ভিড়ে অপরাধীরা পালাতে পারবে না। দোকানপাট বন্ধ হওয়ার পর পুলিশি মনিটরিং জোরদার ও সিসি ক্যামেরাগুলো পুরোদমে সক্রিয় করলে অপরাধ কমবে বলে পুলিশের ধারণা। এছাড়াও এলাকা ভিত্তিক পাহারা জোরদার করা হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধ করার চেষ্টা করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা চালু থাকবে বলে তিনি জানান।