ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ডের উত্তর আরিচপুর গাজীবাড়ী শাহী জামে মসজিদ হতে মিতালী হাউজিং হয়ে উদয়ন হাউজিং পর্যন্ত ইউনিব্লক রাস্তা ও ব্রিক ড্রেনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর ০৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারন সম্পাদক- গাজী সালাহ্উদ্দিন।
জনগন অধ্যুষিত গাজীবাড়ী এলাকার এই রোডটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লী গার্মেন্টস শ্রমিক ও সাধারন মানুষ চলাচল করলেও গত ১৭ বছরে হাসিনা সরকারের আমলে এই রোডের কাজ সিটি কর্পোরেশন করেনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাস্তার কাজের শুভ উদ্ধোধনের সময় গাজী সালাহউদ্দিন সহ আরো উপস্হিত ছিলেন গাজীবাড়ী মসজিদের খতিব, চান্দুগাজী মাত্রাসা ও বিদ্যানিকেতন এর শিক্ষক মন্ডলী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, মিতালী হাউজিং এর ফ্ল্যাট মালিক ও পরিচালনানকমিটির নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের সাধারন অধিবাসীগন। আগামী ৩০ দিনের মধ্যে রাস্তার কাজ শেষ করা হবে বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ জানান।
টঙ্গীতে রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্ধোধন করলেন এম.পি মনোনয়ন প্রত্যাশী গাজী সালাহউদ্দিন
