Daily Gazipur Online

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি পারভেজ মোশারফসহ (৩২) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাকি দুই মাদক কারবারি হলেন- আমিনুল ইসলাম মিরুল (২৮) ও রায়হান (২৭)। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বুধবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শীর্ষ মাদক কারবারি পারভেজসহ তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পারভেজ টঙ্গীর মুদাফা পূর্ব পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।