টঙ্গীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

0
69
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীস্থ আশরাফ টেক্সটাইল মিলস্ হাইস্কুল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সমগ্র দেশব্যাপী ৫০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্ভোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের ঘোষণার পরপরই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পর্যায়ক্রমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বধন, বৃক্ষরোপণ কর্মসূচি, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ১৮ই অক্টোবর মঙ্গলবার সকাল বিদ্যালয়ের হলরুমে ছাত্র, ছাত্রী,অবিভাবক, অতিথি ও শিক্ষকদের নিয়ে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আশরাফ টেক্সটাইল মিলস্ হাইস্কুল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আশরাফ টেক্সটাইল মিলস্ হাইস্কুলে (স্কুল পর্যায়ে) শেখ রাসেল ডিজিটাল ল্যাব- এর শুভ উদ্বোধন শেখ রাসেলের জন্মদিন পালন,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।


শহীদ স্মৃতি উচ্চ বিদ‍্যালয়
শেখ রাসেল দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল‍্যাব ও স্কুল অব ফিউচার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা এম পি।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফ‍ারেন্স এর মাধ্যমে যুক্ত হয় শহীদ স্মৃতি উচ্চ বিদ‍্যালয় এর শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় টঙ্গী শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা।


সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ
গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের ঘোষণার পরপরই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পর্যায়ক্রমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা মঙ্গলবার সকাল বিদ্যালয়ের হলরুমে ছাত্র, ছাত্রী,অবিভাবক, অতিথি ও শিক্ষকদের নিয়ে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। শহিদ শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজ তার জন্মদিনেও বুকে চাপা কষ্ট নিয়ে বলতে হচ্ছে, প্রতিদিনের মতো সেদিনও নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমিয়ে ছিল শিশু শেখ রাসেল। এ সময় বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ আর আর্তচিত্কার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব’ কিন্তু মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাসেলকেও গুলি করে হত্যা করে। আজ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির নেতৃত্ব দিত, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করত। কিন্তু এটা বাঙালি জাতির দুর্ভাগ্য।

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজ
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও একাডেমীতে দেয়ালিকা স্থাপন, আলোচনা সভা দোয়া মাহফিল, কেক কেটে মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন সভাপতিত্বে এবং স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির উদ্দিন মোল­া। বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমী এণ্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুনুর অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, আব্দুল মতিন, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন আকন্দ, প্রভাষক জান্নাতুল আকরাম, মোঃ শেক জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক জিএম ওমর ফারুক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here