Daily Gazipur Online

টঙ্গীতে সাংবাদিকের খাদ্য সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : করোনা সময়ে অসহায় হয়ে পড়া গৃহবন্দী প্রতিবেশীদের মাঝে খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্হানীয় সাংবাদিক হাজী নূরুল ইসলাম। তিনি তাঁর টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া বাসভবন এলাকায় গৃহবন্দী প্রতিবেশীদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, সেমাই বিতরণ করেন। তিনি তাঁর ভাড়াটিয়াদের করোনা কালিন সময়ে বাড়ি ভাড়ার অর্ধেক মওকুফ করে দেবারও ঘোষণা দেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিক হাজী নূরুল ইসলাম বলেন, প্রতিবেশীদের মাঝে তার এই ক্ষুদ্র খাদ্য সহায়তা অন্য সামর্থ্যবানদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ এবং প্রেরণা যোগাবে। করোনা সময়ে তিনি প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী যার যার অবস্হান থেকে অন্তত একজন প্রতিবেশীর খাদ্য সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।