Daily Gazipur Online

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আকন্দ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবীতে টঙ্গী-পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আরিফুল হক প্রধান সুবেল এর নেতৃত্বে ১৫ নভেম্বর সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী হোসেন মার্কেট থেকে শুরু হয়ে এরশাদনগর বাসষ্টানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় বিক্ষোভ প্রতিবাদে সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবী করে। বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আথ্র্রাইটিস, ডায়াবেটিস, দাত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন বলে দাবী করেন। এসময় সেচ্ছাসেবক দলের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।