ডেইলি গাজীপুর ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে হক গ্রুপের কারখানার ভেতরে আটকে রেখে বহিরাগতদের দিয়ে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার মুশফিকুর রহমান ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
গত বুধবার রাত ১০টায় টঙ্গীর হিমারদিঘি এলাকায় হক গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যান মুশফিকুর রহমানের স্ত্রী মলি রহমান। তবে ঘটনার পর থেকে মুশফিকুর রহমান ও তার স্ত্রীর কোন হদিস পাওয়া যাচ্ছেনা। তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মুশফিকুর রহমান ওই কারখানার মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। এ নিয়ে কারখানার মালিকপক্ষের সঙ্গে মতবিরোধ চলছিল মহাব্যবস্থাপক মুশফিকুর রহমানের। বুধবার মুশফিককে কারখানার ভেতরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আদম তমিজি হকের নির্দেশে আটকে রাখা হয়। পরে আদম তমিজির নির্দেশে কারখানার মানবসম্পদ কর্মকর্তা ঈশান খানের নেতৃত্বে বহিরাগত শতাধিক লোকজন মুশফিককে বেদম মারধর করেন। কারখানার আধিপত্য নিয়ে ঈশানের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল মুশফিকুর রহমানের।
এ বিষয়ে জানতে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ঈশান খানের মুঠোফোনে যোগাযোগ করা তিনি বলেন, এটি কারখানার অভ্যন্তরীণ বিষয়। তাই বিষয়টি নিয়ে এই মুহুর্তে কিছু বলতে চাচ্ছিনা। হক গ্রুপের মালিক আদম তমিজি হক দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে আমাদের কাছে কোন কিছু খোলাসা করেনি। তবে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, মুশফিকুর রহমান তার কোন অভিযোগ নেই মর্মে একটি আবেদন দিয়েছেন, তাতেই তিনি এবং তার স্ত্রী স্বাক্ষর দিয়েছেন৷
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হক গ্রুপের কারখানার দুই ম্যানেজারের মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পারিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তাদের অভ্যন্তরীণ হওয়ায় তারা মালিকের সঙ্গে আলোচনা করে অভিযোগ দিবেন বলে জানিয়েছেন৷ সূত্র:ঢাকাটাইমস
টঙ্গীতে হক গ্রুপের মহাব্যবস্থাপককে কারখানার ভেতর আটকে মারধরের অভিযোগ
