

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সাবেক কাউন্সিলরের দুই ছেলের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার এলাকায় ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহানূর ইসলাম রনি, মহানগর বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল।
প্রতিবাদ সভায় বক্তারা হোটেল ‘কস্তুরী’-তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বেগবান হবে।
এ সময় হামলায় আহত শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্তের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানান নেতৃবৃন্দ।
