Daily Gazipur Online

টঙ্গীতে ৪৬৯ পাখি জব্দ, ১০ জনের কারাদন্ড

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় রোববার বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ও র‌্যাব-১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৬৯টি পাখিসহ ১০জনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্র্যাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, রোববার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গী বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। পরে ৭১টি টিয়া, ১৮৫টি মুনিয়া, ৮৫টি শালিক, ১২০টি ঘুঘু, ৬টি কালিম ও ২টি ময়না পাখিসহ ১০জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।