

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি রামদা, ১টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি চাকু ও ১টি লোহার তৈরী কাটার উদ্ধার করা হয়। একইদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, শাকিলুর রহমান শাকিল(২৫), রবিন(২৪), সাদ্দাম হোসেন(২২), আজাদ হোসেন(৩৮), মানিক মিয়া(২৫), ফয়সাল(২৪)।
গংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ টঙ্গী এলাকার বিভিন্নস্থনে পথচারী লোকজনদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ডাকাতি করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
