Daily Gazipur Online

টঙ্গীর জামান মেমোরিয়াল একাডেমিতে নবনির্মিত বহুতল বিশিষ্ট ভবন উদ্বোধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামান মেমোরিয়াল একাডেমিতে নবনির্মিত বহুতল বিশিষ্ট “সালামত উল্যাহ মাস্টার ভবন” উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আকতার হোসেন দুদুর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সালাহউদ্দিন খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জননেতা মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ডঃ অধীর চন্দ্র সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য অহিদুল হক সাগর, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক মারুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ অধিকারী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, মজিবুর রহমান মাস্টার, ডাঃ নয়ন পাটোয়ারী, নাজিম উদ্দিন, হাজী হোসেন উদ্দিন, মিজানুর রহমান, মোঃ জালাল উদ্দিন, আব্দুস সালাম মাতবর, ডাঃ রুহুল আমিন প্রমুখ।