টঙ্গীর নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
669
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি, গাজীপুর-২ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন হক গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ লি: ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিনাকী গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ পরিচালক মো: হাসান ফারুক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক মো: রজব আলী, আলহাজ¦ মো: বজলুর রশিদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, সফিকুল আলম, জাহিদ হাসান, বজলুর রহমান,আনোয়ারুল আজিম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আয়েশা সিদ্দিকা, শিক্ষক প্রতিনিধি আজহারুল ইসলাম, আমজাদ হোসেন খান, আরজুআরা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here