Daily Gazipur Online

টঙ্গীর ন্যাশনাল টিউবস কারখানায় বিজয় দিবসের অনুষ্ঠান

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল টিউবস লিমিটেড এর উদ্যোগ সকালে মহান রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কারখানা প্রাঙ্গণ থেকে রেলিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো কারখানায় এসে শেষ করা হয়। পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টিউবস এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনোয়ার মোর্শেদ। এই প্রতিষ্ঠানের শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন আমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক, সেলিম হাওলাদার, কনক চন্দ্র দে, মাহমুদ ইফতেখার খান, মোহাম্মদ ফেরদৌস, শফিকুল ইসলাম, মোহাম্মদ শমসের আলী, জাকির হোসেন, মনিরুজ্জামান ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।