Daily Gazipur Online

টঙ্গীর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীস্থ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজ সোমবার (২৪ নভেম্বর) থেকে চালু হলো ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি। শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সভাপতিত্বে সহকারী শিক্ষক রাণুর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদ।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, আল আমিন হোসেন প্রমুখ। নানা জটিলতায় আটকে থাকা প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ বা স্কুল ফিডিং (দুপুরের খাবার) কার্যক্রম অবশেষে চালু হল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে এই কর্মসূচি, যা ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার দেওয়া হবে। শিক্ষার্থীরা রবিবার পাবেন বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা মৌসুমি ফল, আর বুধবার ও বৃহস্পতিবার পাবেন বনরুটি ও সিদ্ধ ডিম।
প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার ৮০ শতাংশের বেশি হবে এবং ঝরে পড়া হার কমবে। এছাড়া বিদ্যালয়ে ভর্তির হার বাড়বে, শিশুদের ধরে রাখার হার ৯৯ শতাংশে উন্নীত হবে এবং পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের হার ৯০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে।
প্রকল্পটির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।