Daily Gazipur Online

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, নবীন বরন,ওরিয়েন্টেশন ক্লাস

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৩-২৪ শিক্ষা বর্ষে এইচ এস সি নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মহসিন মিয়ার সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড: মো: আজমত উল্লা খান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেন এন্ড কলেজ অভিভাবক ফোরামের আহবায়ক আলহাজ্ব ওসমান আলী, সাবেক ছাত্রনেতা কাজী সেলিম, গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাসেত খান, সদস্য সচিব আজাহারুল ইসলাম বেপারী, মোস্তফা কামাল, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক আবুবকর, প্রভাষক মনজুরুল হক, জাহিদুল ইসলাম, শাহীন মিয়া, নাছরিন মোন্তাজ, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আমজাদুল করিম, তাহেরা সুলতানা, জসিম উদ্দিন, সামিনা আফরোজ, নবির উদ্দিন,আব্দুল হান্নান, আজিজুল রহমান, আফসারুন নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক অতিথিবৃন্দ। এ সময় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।