Daily Gazipur Online

টঙ্গী পূর্ব থানা আওয়ামী তরুণ লীগের পরিচিতি সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা আওয়ামী তরুণ লীগের পরিচিতি সভা গতকাল সোমবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা আওয়ামী তরুণ লীগের সভাপতি মনির হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা পারভীন হ্যাপি, সদস্য সোহেল রানা , আফজাল হোসেন, মেহেদী হাসান সুজন, ইমান আহমেদ প্রমুখ।