টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতৃবৃন্দের মন্দির পরিদর্শনও মতবিনিময়

0
84
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গতকাল মঙ্গলবার টঙ্গী বাজারে অবস্থিত শ্রী শ্রী দূর্ঘা মন্দির পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন। এসময় মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অমল ঘোষ,সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সহ পূর্ব থানা বিএনপি. অঙ্গ সহযোগী সংগঠন ও মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে দেশের সকল মন্দির এবং থানা সহ প্রশাসনিক স্থাপনা পাহারা দেওয়ার জন্য। কোন দুর্বৃত্ত যেন কোথাও ভাংচুর এবং হামলা করতে না পারে সে দিকে সবাই সজাগ থাকবেন। আমরা টঙ্গী পূর্ব-থানার বিভিন্ন এলাকায় মন্দির পরিদর্শন করেছি এবং থানার ওসির সাথে কথা বলেছি। তাদের সর্বাত্মক নিরাপত্তা আমরা দেবো। টঙ্গী পূর্ব থানা এলাকায় যেন কোন হামলা না হয় সে দিকে সবাই খেয়াল রাখবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here