টঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

0
343
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল সাংবাদিক, সাংবাদিক পরিবার, সম্মানিত নাগরিক ও টঙ্গীবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন। সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক মানুষের জীবনে সুখ আর শান্তির বার্তা। তাই আমরা সকলে মিলে মিশে ঈদ উৎযাপন করবো। ধনী, গরীব ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দু:খের ভাগি হবো। মাসব্যাপী কঠোর সিয়াম সাধণার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তাই নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাবেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে। ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে এক যুগে কাজ করবো। এই দিনে বাংলার প্রতিটি গৃহে প্রবাহিত হউক মহান রাব্বুল আল আমিনের অফুরন্ত রহমত বরতের অমীয় ধারা। এই কামনা প্রতিনিয়ত আমরা চিন্তা চেতনা এবং কর্মময় জীবনে লালন করবো। এটাই প্রত্যাশা সকলের কাছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here