

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী মধুমিতা দরবার শরিফ রোড়ের বীরমুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের পরিবারকে ডেভেলপমেন্টস কোম্পানি কর্তৃপক্ষ চরম হয়রানি ও মানবাধিকার লঙ্গনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আইন ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা সন্তান নূরে আলম বলেন,বাবা জীবিত কালীন সময়ে ট্যালেন্ট ডেভেলপমেন্টস লিঃ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেন মানিক আমাদের পাঁচ কাঠা জমির ওপর ৯তলা ভবন নির্মাণ করে দেবে শর্তে ২০১০ সালে চক্তিবদ্ধ হয়ে ছিলো এবং জমির মালিকানা হিসেবে ভবনের ৪০ শতাংশ আমাদের বুঝিয়ে দেওয়ার কথা। তাদের সাথে চুক্তির ৪২ মাস পেরিয়ে অনেক বছর অতিবাহিত হয়েছে আমাদের অংশ এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।পুরো ভবন গ্রাস করার উদ্দেশ্যে উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে, তাদের অধিকার ফিরে পেতে, অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী,মহিলা সংসদ সদস্য, জেলা প্রশাসক , পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সর্বোপরি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ও মামলার নিষ্পত্তিতে বার কাউন্সিলের সর্বাত্মক সহযোগিতা কারেণ।
