ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী রেলওয়ে জংশন প্লাট ফর্মে শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম রাকিবুল ইসলাম (২৫)। তিনি এলিট পেইেন্টের চট্রগ্রাম কর্পোরাল অফিসের বিক্রয় কর্মকর্তা। চট্রগ্রাম থেকে আন্ত:নগর ‘সোনার বাংলা’ ট্রেনযোগে তিনি কোম্পানীর ঢাকার অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর ‘সোনার বাংলা’ ট্রেন অপারেশনাল বিরতির জন্য রাত ১০টা ৫ মিনিটে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। প্রায় ১০ মিনিটের বিরতি নিয়ে ট্রেনটি রাত ১০টা ১৪ মিনিটে টঙ্গী স্টেশন ত্যাগ করে। এরই মধ্যে একজন ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইল অথবা মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রাকিবুল তৎক্ষনাত ট্রেন থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে প্লাটফর্মের দক্ষিণ পাশে রেলের পূর্ত অফিসের সামনে ধরে ফেলেন। এসময় ছিনতাইকারীর সাথে তার ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে ছিনতাইকারী রাকিবুলকে পেটে ছুরিকাঘাত করে দ্রæত পালিয়ে যায়। স্টেশনের লোকজন রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রাকিবুলের সহকর্মী আকবর হোসেন জানান, তারা কোম্পানীর ঢাকার অফিসে একটি মিটিংয়ে যোগ দিতে শুক্রবার সোনার বাংলা ট্রেনযোগে ঢাকায় আসছিলেন। পথিমধ্যে ট্রেনটি টঙ্গী স্টেশনে বিরতি নিয়ে ছেড়ে যাওয়ার সময় তাদের সহকর্মী রাকিব ছিনতাইকারীর কবলে পড়েন। ট্রেনটি ছেড়ে দেওয়ায় তারা সহকর্মীকে উদ্ধারের জন্য তৎক্ষনাত ট্রেন থেকে নামতে পারেননি। পরে বিমান বন্দর স্টেশন থেকে ফিরে এসে রাকিবের লাশ পাওয়া যায়। নিহত রাকিবুলের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজেগড়া গ্রামে এবং তার পিতার নাম আব্দুল ওয়াদুদ।
টঙ্গী জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে ঢাকা জিআরপি থানায় মামলা দিয়েছেন। ময়না তদন্তের জন্য রাকিবুলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রেনযাত্রীর ঘাতক সংশ্লিষ্ট ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-দক্ষিণ) মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় সকল অপরাধীদের পাকড়াও করতে জিএমপি ও জিআরপি পুলিশের যৌথ অভিযান চলছে।
স্থানীয়রা জানান, রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের নির্লিপ্ততার সুযোগে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা ছিনতাইকারী ও মাদক কারবারিসহ সকল অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।