টঙ্গী রেলস্টেশনকে আধুনিকায়ন করার দাবীতে যাত্রী ফোরামের অবস্থান ধর্মঘট

0
114
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী রেলস্টেশনে রেলওয়ে যাত্রী ফোরামের উদ্যোগে টঙ্গী রেলস্টেশনে টাঙ্গাইল কমিউটারসহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি দেয়া এবং টঙ্গী স্টেশনকে আধুনিকায়ন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করেছে। সংগঠনের সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় যাত্রী ফোরামের সদস্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, টঙ্গী একটি রেলওয়ে জংশন হওয়া সত্তে¡ও স্টেশনটি দীর্ঘদিন যাবত অবহেলিত রয়েছে। এ জন্য টঙ্গী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই স্টেশনে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। বিষয়গুলো লিখিত আকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন নাহারসহ স্থানীয় নেতৃবৃন্দদের অবগত করা হয়েছে। টঙ্গী রেলস্টেশনকে আধুনিকায়ন করার জন্য আমরা তাদের মাধ্যমে রেলমন্ত্রীসহ সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here