টঙ্গী সরকারি কলেজে অধ্যক্ষ রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

0
163
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের বিদায় উপলক্ষে কলেজ প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৩০ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান।
দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৯টায় অধ্যক্ষ রফিকুল ইসলামকে ‘গার্ড অব অনার’ প্রদানের মধ্য দিয়ে। এরপর ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অধ্যক্ষকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। দীর্ঘ এক দশক ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে সরকারি নিয়ম অনুযায়ী বিদায় নেন তিনি। তাঁর বিদায়ী অনুষ্ঠানে কলেজজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধানগণসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অধ্যক্ষ রফিকুল ইসলামের কর্মময় জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তব্য রাখেন তাঁর সহধর্মিণী মাহবুবা রহমান ও কন্যা প্রজ্ঞা। প্রজ্ঞা তাঁর বক্তব্যে বলেন, “টঙ্গী সরকারি কলেজ যেন আমার বাবাকে সম্মানের সঙ্গে মনে রাখে। বাবার কর্মজীবন নিয়ে কলেজে আলোচনা হলে, তাঁকে যেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।”
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “কাল সকাল থেকে আর এই কলেজে আসা হবে না। ড্রাইভারকে গাড়ি বের করতে বলতেও হবে না। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা যে ভালোবাসা ও সংবর্ধনা দিয়েছেন, তাতে আমি চিরঋণী। ভুলত্রুটি ক্ষমা করে দেবেন—এই কামনা করি।”
তিনি আরও বলেন, “এই কলেজকে ছোট থেকে বড় হতে আমি নিজ চোখে দেখেছি। ছাত্রসমাজের আন্তরিক সহযোগিতায় কলেজের আজকের অবস্থান অর্জিত হয়েছে। এই কলেজের প্রেমেই আমি দীর্ঘ ১০ বছর কাটিয়েছি।”
উপাধ্যক্ষ ফারজানা পারভীন তাঁর বক্তব্যে বলেন, “স্যারের মতো আমারও মাত্র ছয় মাস বাকি। কলেজের উন্নয়নে স্যারের অবদান আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানটি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে কলেজ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here