Daily Gazipur Online

ট্রাক উল্টে প্রাণ গেল হেলপারের

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ডিভাইডারের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
সোমবার সকালে জেলার সদর উপজেলায় সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মফিদার রহমান জানান, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি খালি ট্রাক সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের হেলপার মারা যান।
পরে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।