Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে ঔষুধের দোকানে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাস্ট্যান্ডের এক ঔষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর রাতে মূল্যবান ঔষুধ ফ্রিজ সহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাযায়।
সেনুয়া বাস্ট্যান্ডের দোকান পাহাদার মোঃ সিরাজউদ্দীন ওরফে ফাকাসু কে অঙ্গাত চোরেরা চেতনা নাশক ঔষধ ছিটিয়ে এ চুরির ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবী।
উপজেলার ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিটলার হক জানান, দোকান পাহারাদার সিরাজউদ্দীন ওরফে ফাকাসু বর্তমানে পীরগঞ্জ উপজেলা সাস্থ্যকপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।সে সুস্থ্য হলে হয়ত কিছু তথ্য পাওয়া যেতে পারে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীব কুমার রায় বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এখনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থ্যা গ্রহণ করবো।