Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণের পরিবারের লোকজন অভিযোগ করছেন- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশঝাঁড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম আসিফ। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
মানিক মিয়া অভিযোগ করে বলেন, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়।
গতকাল (মঙ্গলবার) দুপুরে আসিফকে ডেকে নিয়ে যায় সাগর। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আসিফ। বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া গেল। পরিকল্পিতভাবেই আসিফকে হত্যা করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।