ঠাকুরগাঁওয়‌ে এবার জনতার গণপিটুনি খ‌েল পুলিশ ( ভিডিও)

0
266
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর থানার মােশারফ হাসন নাম‌ে এক কনস্ট‌েবল ইয়াবা ট্যাবল‌েট ক্রয়‌ের সময়‌ে জনতার গণপিটুনি দিয়‌ে পুলিশ‌ের কাছ‌েই সা‌েপর্দ‌ের চাঞ্চল্যকর ঘটনা ঘট‌েছ‌ে।
রবিবার রাত ১১ টায় ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘট‌ে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত কনস্ট‌েবল মা‌েশারফক‌ে ক্লা‌েজ কর‌ে পুলিশ লাইন‌ে দিয়‌েছ‌েন বল‌ে জানা গ‌েছ‌ে।
স্থানীয় সূত্রে জানা গ‌েছ‌ে, পুলিশ কনস্ট‌েবল মা‌েশারফ রাত ১০ টায় শহর‌ের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছ‌ে ইয়াবা ট্যাবল‌েট সংগ্রহ করত‌ে গ‌েল‌ে বাকবিতন্ডা তরি হয়।
এ সময় স্থানীয় লা‌েকজন বিষয়টা জানত‌ে পারল‌ে ওই পুলিশ সদস্যক‌ে ধর‌ে ফ‌েল‌ে। পুলিশ সদস্য তখন ঘটনাস্থল থ‌েক‌ে পালিয়‌ে যাওয়ার চ‌েষ্টা করল‌ে জনতা তাকে ধর‌ে ফ‌েল‌ে ব‌েধরক মারপিট কর‌ে পুলিশ‌ে খবর দ‌েয়।
পর‌ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ওই সদস্যকে উদ্ধার কর‌ে হাসপাতাল‌ে নিয়‌ে যায়।
প্রত্যক্ষদর্শী জীবন জানায়, পুলিশ সদস্য মা‌েশারফ প্রতিনিয়ত ন‌েশাগ্রস্থ হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারন মানুষক‌ে হয়রানি কর‌ে। অন‌েক সময় ইয়াবা ট্যাবল‌েট পক‌েট‌ে ঢুকিয়‌ে দিয়‌ে মানুষ‌ের কাছ‌ে মা‌েটা অংক‌ের টাকা ন‌েওয়ার অভিযা‌েগ রয়‌েছ‌ে।
অভিযুক্ত পুলিশ সদস্য মােশারফ‌ের কাছ‌ে এ বিষয়‌ে জানত‌ে চাইল‌ে তিনি অস্বীকার কর‌েন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থ‌েক‌ে ওই পুলিশ সদস্যক‌ে উদ্ধার করা হয়‌েছ‌ে। মাদক‌ের বিষয়টি তদন্ত সাপ‌েক্ষ‌ে প্রয়া‌েজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বল‌ে তিনি জানান।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here