
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বাড়ীর নলকুপের জমানাে পানির কাঁদায় পড়ে ১৭ মাস বয়সের এক শিশুর মত্যু হয়েছে।
উপজেলার ভানাের ইউনিয়নের উত্তর বােয়ালধার গ্রামে আজ সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে নিশ্চিত করেছেন ভানাের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার।
শিশু জুনাঈদ কবির ওই গ্রামের জইনুল হকের ছেলে।
পরিবারের লােকজন জানায়, সকালে খেলতে গিয়ে বাড়ীর নলকুপের জমানাে পানির কাঁদায় পড়ে যায় জুনাঈদ। বাড়ীর লােকজন দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালে পোছানাের পূর্বেই শিশুটির মত্যু হয়েছে বলে বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান।
