Daily Gazipur Online

ঠাকুরগাঁও রাণীশংকৈলে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী তসলিম উদ্দিনের ছেলে নুরুল ইসলামকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) টেবিলের ‘খ’ অভিযোগে যাবতজীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।
শনিবার সন্ধ্যায় রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে গ্রেফতার করে এবং রবিবার সকালে জেলা জেল হাজতে প্রেরণ করে। রাণীশংকৈল থানা ওসি তদন্ত খায়রুল আনাম ডন বলেন, সাজাপ্রাপ্ত আসামী নরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ঐ যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে ২০হাজার টাকা জরিমানাসহ, অনদায়ে ৬মাসের কারাদন্ডের রায় ঘোষনা হয়েছে।