ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

0
101
728×90 Banner

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি :ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বান্দরবান সদর হাসপাতাল থেকে প্লেকার্ড ও হাতে ফেস্টুন নিয়ে বের করা হয় মিছিল। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শেষ ছয় মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেওব র্তমানে তারা কোনো ভাতা দেওয়া হচ্ছে না। যার ফলে শিক্ষার্থীদের উপর বিভিন্ন প্রভাব পড়ছে। তাই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবী পাশপাশি সমাধান না হওয়ার পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে ।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশনের নার্সে বান্দরবান জেলা শাখার আহ্বায়ক কানিজ ফাতেমা, সভাপতি ফারহানা ফাহিম, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, সাংগঠনিক জনি আকতারসহ বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশনের নার্স শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here