ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা শহরের পয়ঃনিষ্কাশন উন্নয়নের জন্য ১৭০ মিলিয়ন ঋণ ছাড় করেছে বিশ্ব ব্যাংক। ১ দশমিক ৫ মিলিয়ন ঢাকাবাসী এর সুবিধা পাবে বলে দাবি করেছে বিশ্ব ব্যাংক। সম্প্রতি এই ঋণ ছাড় করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস।
সূত্র জানায়, ঢাকার স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পে এ ঋণ প্রদান করা হচ্ছে। এর আওতায় ৫০ হাজার পরিবারকে নতুন পয়ঃনিষ্কাশনের সংযোগ প্রদান করা হবে।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, ‘প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন নিম্ন আয়ের মানুষ ঢাকায় বাস করে। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকেন নারীরা। এই প্রকল্প ঢাকাবাসীর স্যানিটেশন নিশ্চিত করবে। যা দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমাবে।’
৪ বছরের গ্রেস দিয়ে ৩৪ বছরে বিশ্ব ব্যাংকের এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে। এই প্রকল্পের আওতায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকার ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে ১৭০ মিলিয়ন ঋণ নেবে দেশ এবং সরকার দেবে ১৪৩ মিলিয়ন টাকা।