ঢাকা উত্তর সিটির ৫২,৫৩ ও ৫৪নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র আতিক

0
323
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা উত্তর সিটির ৫২,৫৩ ও ৫৪নং ওয়ার্ডের নিরাপদ সড়ক বাস্তবায়ন, অবৈধ ভাবে দখল হওয়া সড়কের জায়গা পুনরুদ্ধার, ভাঙ্গা সড়ক মেরামত, সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ সহ পর্যায় ক্রমে সকল ওয়ার্ডকে আধুনিক হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম । গতকাল বৃহস্পতিবার দুপুরে, উত্তর সিটি কর্পোরেশনের ৫২,৫৩ ও ৫৪নং ওয়ার্ড পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি । এলাকাবাসীর বিভিন্ন দাবির প্রেক্ষিতে মেয়র আতিকুল বলেন, “আপনাদের দাবি-দাওয়ার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না । তবে এসব দাবি পূরণ সময়ের ব্যাপার। আমাদের সময় দিতে হবে। আমরা সব দাবি দাওয়াই ধীরে ধীরে পূরণ করব। আমাদের দেখতে হবে কোথায় দ্রুত কাজ করতে হবে। “আমাদের অনেক জঞ্জাল সরাতে হবে নিরাপদ সড়ক পেতে গেলে। লেটস মুভ টুগেদার। ”পরিদর্শন কালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক আলহাজ মোঃ হাবিব হাসান, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি হালিম, তুরাগ থানা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক, উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কমলা রানী মুক্তা, তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক, তুরাগ থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ তৌকির হাসান ইকবাল, ব্যবসায়ী হাজী মোঃ সফিউদ্দিন, হাজী মোঃ মনির হোসেন, হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা নুর মোহাম্মদ পারভেজ, ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের আহŸায়ক মোঃ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহ আলম সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here