ঢাকা জেলা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি,সরকারী বরাদ্দ জাল জালিয়াতির অভিযোগ

0
11
728×90 Banner

স্টাফ রিপোর্টার: এস.এম জাহিদুল ইসলাম মাগুরা জেলার সাবেক জেলা নাজির, বর্তমান প্রশাসনিক কর্মকর্তা, ঢাকা, ডিসি অফিস এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি,সরকারী বরাদ্দ জাল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।এস.এম জাহিদুল ইসলাম পতীত সরকারের অন্যতম দোসর সাইফুজ্জামান শেখরের ফুপাত ভাই। অবৈধ ঘুষ দুর্নীতি, সরকারী বরাদ্দ জাল জালিয়াতিসহ নানাবিধ অপকর্মে তিনি সিদ্ধ হস্ত। ২০০৪ সালে মাগুরা ডিসি অফিসে এম.এল.এস.এস, নৈশপ্রহরী এমনকি সুইপারসহ ১৯ জনের নিকট থেকে মোট ৪২,০০,০০০/- (বিয়াল্লিশ লক্ষ) টাকা ঘুষ নেন। প্রশ্নপত্র ফাস করে মাগুরা ইউনিয়ন পরিষদে সচিব পদে বিভিন্ন জনকে চাকুরীর ব্যবস্থা করেন। ২০০৩ হতে ২০১০ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সকল নিয়োগ ও পদোন্নতিতে অবৈধ হস্তক্ষেপ করেছেন। এসব কিছুতেই তিনি প্রচুর অবৈধ অর্থ ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। তিনি একজন সাধারণ কৃষকের সন্তান উপরন্তু এবং অতি স্বল্প পরিশরে তার বসবাসের জায়গা টুকুও একদা ছিল না। এতদ্বসত্তেও অনুসন্ধানে জানা যায় যে, ঢাকা ডিসি অফিসে প্রশাসনিক কর্মকর্তার আসনে বসে নিয়োগ বানিজ্য, ইটভাটা থেকে চাদা আদায়, বণিক সমিতি, জুয়েলারী সমিতি, হার্ডওয়্যার ব্যবসায়িক সমিতি ইত্যাদি হতে মাসিক হারে চাদা আদায় করেন। হাট বাজার বিক্রয় করে চাউল ব্যবসায়ি সমিতি, হোটেল ব্যবসায়ি সমিতি, মাছ ব্যবসায়ি সমিতির নিকট থেকে এল আর ফান্ডের নাম করে অর্থ হাতিয়ে নিজেই স্ত্রী পুত্র কন্যা ও নিজ নামে কিনে নিয়েছেন ১৫ একর সম্পত্তি। নানাবিধ অপকর্ম করে ডিসি অফিসকে পরিণত করেছেন এক ঘৃণ্য নরকে। তাহার ক্রয়কৃত ১৫ একর সম্পত্তির বিবরণ নিম্নরুপঃ


সাইফুজ্জামান শেখরের আত্মীয়তাকে পূজি করে রাজনৈতিক ফায়দা নিয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতির পদটিও বাগিয়ে নিয়েছেন কৌশলে। এহেন অপকর্মের গোড়াপত্তন অতি নিরবে ও নিভৃতে হলেও বর্তমানের আয়নায় তা প্রকাশ্য উন্মোচিত সত্য ও রীতিমত এক সুস্পষ্ট অসণী সংকেত তিনি যখন অকপটে ক্ষমতার দম্ভে ও দাপটে দূর্নীতির মহোৎসব পালন করছেন এদিকে দিনে দিনে দীর্ঘ হয়েছে ভুক্তভোগীদের তালিকা। যা আজকের প্রেক্ষাপটে বড্ড বেমানান। তার অপসারনের দাবিতে ক্রোধে ফেটে পরছে আজ ভুক্তভোগীসহ সাধারণ জনগন। তথাপি কাল বিলম্ব না করে বিভাগীয় কমিশনার, দুদক পরিচালক ও জেলা প্রশাসক, ঢাকা মহোদয়গণ সহ সংশ্লিষ্ট সকলের বিচার বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন দৃষ্টিপাত কামনা করছে ভুক্তভোগীসহ সকলে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here