স্টাফ রিপোর্টার : টঙ্গীর পাগার গ্রাম নিবাসী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মারুফ হাসান বুধবার বেলা ১১ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা,স্ত্রী, এক ছেলে, এক ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা ফকির মার্কেট জামে মসজিদের তাঁর জানাজা নামাজ শেষে পাগার মন্ডল বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ হাসানের ইন্তেকাল
