Daily Gazipur Online

তাজরীন শ্রমিকদের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি….বাহারানে সুলতান বাহার

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ভয়াবহ অগ্নিকান্ডে নিহত তাজরীন শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি বলে দাবি করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার।
আজ ২৪ নভেম্বর ২০২০ইং মঙ্গলবার সকাল ৯ টায় আশুলিয়া নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ৮ম বার্ষিকীতে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ দাবি করেন।
মোঃ বাহারানে সুলতান বাহার বলেন, “২০১২ সালের ২৪শে নভেম্বর তাজরিন ফ্যাশন লিঃ এর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয়েছিলো ১১৩ জন শ্রমিক-কর্মচারী এবং আহত হয়েছিল প্রায় দুই শতাধিক শ্রমিক। দুর্ঘটনার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন মহল থেকে হাজারো আশ্বাস দেওয়া হলেও নিহত-আহত শ্রমিকদের অসহায় পরিবারের পাশে সেভাবে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। তাজরিন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দুই মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি।”
তিনি বলেন, “অবিলম্বে মালিক দেলোয়ার হোসেনসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান ও আহত শ্রমিকদের দীর্ঘ মেয়াদী চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, গাজী মোঃ নূরে আলম, মোঃ শামীম, মাকসুদুুর রহমান, লাভলী আক্তার, মোঃ বাচ্চু, আনিসুর রহমান প্রমুখ।