তুরাগের ধউর মৌজায় মালেক দম্পতির ৭প্লটসহ ৬তলা দুটি বাড়ি

0
212
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের সম্পদ আসলে কত, তা এখনো নিশ্চিত হতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । তবে দুদকের প্রাথমিক অনুসন্ধানে রাজধানীর তুরাগ থানাধীন ধউর মৌজায় মালেক ও তাঁর স্ত্রী নার্গিস বেগমের নামে সাতটি প্লটের সন্ধান পেয়েছেন । এর মধ্যে দুটি প্লটে ৬ তলা বিশিষ্ট ভবন রয়েছে । একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্বাস্থ্য খাতের দুর্নীতি উদ্ঘাটনে অনুসন্ধান চালাতে গিয়ে গাড়িচালক আবদুল মালেকের নাম বেরিয়ে আসে । তার পর ২০১৯ইং সালের মার্চে তাঁর ব্যাপারে অনুসন্ধান শুরু হয় । ধউর মৌজায় এখন পর্যন্ত মালেক ও তাঁর স্ত্রীর যে সাতটি প্লটের সন্ধান পাওয়া গেছে, তার পাঁচটি মালেকের নিজ নামে ও দুটি তার স্ত্রীর নামে । এর মধ্যে পৌনে ৭ শতক (৬৭০ অজুতাংশ) জমির ওপর মালেকের ছয়তলা একটি ভবন রয়েছে । এছাড়া এই মৌজায় তার আরও চারটি প্লট রয়েছে । একটি ৬ শতক, একটি সাড়ে ৬ শতক, একটি ৬ দশমিক ২৫ শতক, অন্যটি ২ দশমিক ৫ শতক । আর মালেকের স্ত্রী নার্গিস বেগমের নামে ৬৭০ অজুতাংশ বা পৌনে ৭ শতক জমির ওপর একটি ছয়তলা ভবন রয়েছে এবং একটি প্লটও রয়েছে । ১৯৯৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের মার্চ মাসের মধ্যে এসব জমি কিনেছেন আবদুল মালেক দম্পতি । এ ছাড়া প্রাথমিকভাবে মালেকের ৬৪ লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ পাওয়া গেছে । স্বাস্থ্য খাতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর তুরাগের বাবনার টেক এলাকার নিজ বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দেড় লাখ জাল টাকা, একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ আবদুল মালেককে গ্রেপ্তার করে র্যা ব । পরদিন তাঁর বিরুদ্ধে র্যা বের পক্ষ থেকে তুরাগ থানায় অবৈধ অস্ত্র ও জাল নোট ব্যবসার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয় । বর্তমানে দুই মামলায় মালেক ১৪ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন । তুরাগের বামনারটেক এলাকায় গাড়িচালক আবদুল মালেকের সাততলা বাড়ি। বাড়িতে রয়েছে দুটি আলাদা ফটক। সামনে বিশাল ফাঁকা জায়গা । মালেক ও তাঁর স্ত্রীর সম্পদের অনুসন্ধান এখনো চলছে । ইতিমধ্যে এই দম্পতিকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুদক। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য বিভাগের ১১ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে। তাঁদের আটজনের নয়জন স্ত্রীর (একজনের দুই স্ত্রী) সম্পদের হিসাবও চাওয়া হয়েছে। সেখানে মালেক ও তাঁর এক স্ত্রীও আছে । এরই মধ্যে দুদক মালেকের আরেক স্ত্রী রাবেয়া খাতুনের খোঁজ পেয়েছে। তাঁরও সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হবে জানিয়েছেন দুদক । ২০ সেপ্টেম্বর আবদুল মালেককে গ্রেপ্তারের পর র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমকে জানিয়েছিল, ঢাকায় তাঁর দুটি ৭ তলা ভবন, নির্মাণাধীন একটি ১০ তলা ভবন, জমি ও গরুর খামার খুঁজে পেয়েছে তারা । এ খোঁজ শেষ হয়নি। আবদুল মালেকের স্ত্রী দুজন ।

প্রথম স্ত্রী নার্গিস বেগমের নামে তুরাগ এলাকার রমজান মার্কেটের উত্তর পাশে ৬ কাঠা জায়গার ওপর সাততলার দুটি আবাসিক ভবন আছে। নাম হাজী কমপ্লেক্স। এতে ফ্ল্যাটের সংখ্যা ২৪। ওই ভবনের সামনে আছে ১০-১২ কাঠার আরেকটি প্লট। ভবনের তৃতীয় তলায় তিনি সপরিবার থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া আছে। বড় মেয়ে ‘বেবি’র নামে দক্ষিণ রাজাবাড়িতে ১৫ কাঠা জায়গার ওপর ইমন ডেইরি ফার্ম নামে একটি গরুর ফার্ম আছে। এতে বাছুরসহ ৫০টি গাভি আছে । এর বাইরে রাজধানীর ২৩ ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুলে পৈতৃক সাড়ে ৪ কাঠা জায়গার ওপর ১০ তলা নির্মাণাধীন ভবন আছে । ভাই আবদুল খালেকের সঙ্গে বিরোধের কারণে ভবনটির নির্মাণকাজ আদালতের নির্দেশে বন্ধ রয়েছে । বয়স নিয়ে জটিলতা । র্যা বের কাগজপত্রে আবদুল মালেকের বয়স ৬৩ বছর । তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাঁর বয়স প্রায় ৫৯ বছর । স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগামী বছরের ৯ জানুয়ারি আবদুল মালেকের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল । তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের একজন গাড়িচালক ও তৃতীয় শ্রেণির কর্মচারী । অষ্টম শ্রেণি পাস মালেক ১৯৮২ সালে সাভার স্বাস্থ্য প্রকল্পের গাড়িচালক হিসেবে যোগ দেন। বছর চারেক পর অধিদপ্তরের পরিবহন পুলে যোগ দেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চিকিৎসক নেতাদের আনুকূল্য পেয়ে তিনি বিপুল সম্পদ গড়েছেন। এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোস্তফা খালেদ আহমদ গতকাল আবদুল মালেকের ব্যাপারে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন । তাতে তিনি বলেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো পরিবহন পুল নেই। এর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই। মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর দায় তাঁর ব্যক্তিগত ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here