মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে, ৩বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরিফ (১৬) নামে ১কিশোরকে গণধোলাই দিয়ে, পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি । ১৯জুন দিনগত রাত ৮টার দিকে শিশুকে একা ঘরে দেখতে পেয়ে, বখাটে আরিফ শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি অন্ধকার চিপা গলিতে নিয়ে যায় এবং চিপা গলির এক পাশেই শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করতে থাকে । ঘটনাটি পথচারীরা দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে বখাটে আরিফকে । পরবর্তীতে সাধারন জনতা একত্রিত হয়ে অভিযুক্ত কিশোরকে গণধোলাই দিয়ে থানায় খবর দেয় । খবর পেয়ে তুরাগ থানার এস আই গোবিন্দ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, অভিযুক্ত কিশোরকে আটক করে ও রক্তাত্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করেন । গ্রেপ্তারকৃত আরিফ গাজীপুরের বর্মি বাজার এলাকার মোঃ আবেদ আলীর ছেলে । বর্তমানে বাবা মায়ের সাথে তুরাগের ভাটুলিয়া এলাকায় আরাফাতের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত ।