Daily Gazipur Online

তুরাগ থানার খালপাড় এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

মোঃরফিকুল ইসলাম মিঠু: তুরাগের খালপার এলাকা জুড়ে সিটি করর্পোরেশন রাস্তা দখল করা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ডি এন সিসি।
আজ ৫ সেপ্টেম্বর সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ শরীফুর রহমানের নিজে দাড়িয়ে থেকে এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, তুরাগ খালপার উওরা ১২ নং সেক্টর এলাকা সহ প্রায় ২৫০ টির অধিক দোকান ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং ডি এন সিসি থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।এর পরে আর যেন কোন অবৈধ স্থাপনা না করে।
জানাগেছে,প্রতিনিয়ত এই সকল দোকান হতে চাঁদা উঠাতেন মিরাজ নামে এক ব্যক্তি।প্রায়১৫০-২০০ মত দোকানে লক্ষটাকা চাঁদাবাজি করতো।
গত তিন সপ্তাহ আগে এই অবৈধ স্থাপনা নিয়ে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আনেন ডি এন সিসি।
এই বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন বলেন, এই পর্যন্ত চার থেকে পাঁচবার এই একই জায়গায় আমি অভিযান করেছি।আবার যদি কেউ এই অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবস্থা গ্রহণ করা হবে।