Daily Gazipur Online

তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর শাখার কমিটি ঘোষণা

মোঃ শাহজালাল দেওয়ান : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র গাজীপুর মহানগর ২০২২ ২০২৩ সালের ৩য় বারের মত কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় ইসলাম প্লাজায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কার্যালয়ে আব্দুল হালিম খান কে সভাপতি, আশরাফুল আলম মন্ডল কে সাধারণ সম্পদক এবং শাহজালাল দেওয়ান কে সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, সহ-সভাপতি মুছা সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আঃ মান্নান, সহ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কোষাধ্যক্ষ আবু সাঈদ, প্রচার প্রকাশনা সম্পাদক কাজল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মনজুর আলম সরকার, সাংবাদিক কল্যাণ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এমারত হোসেন বকুল, কার্যকরী সদস্য আব্দুল আল মামুন ও মোঃ নুরুজ্জামান কে পদে রেখে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটি সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম। এতে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন গাজীপুর মহানগরের সাংবাদিক নেতারা। মহানগর কমিটি ৩য় বারের মত গঠন ও আলোচনা সভায় সাংবাদিক নেতারা সাংবাদিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং গাজীপুর সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে সাংবাদিকদের পিছিয়ে থাকার সুযোগ নেই। বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের মধ্যদিয়ে দেশ ও জাতির উন্নয়ন সহযোগী হতে হবে। সাংবাদিকদের সম্পর্ক উন্নয়নে সোসাইটিকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা-মামলা, হয়রানীর কবল থেকে রক্ষার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। সেজন্য তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির জন্ম হয়েছে। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সোসাইটিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। গাজীপুর মহানগরে প্রতিটি থানায় ইতি মধ্য পুর্নাঙ্গ কমিটি গঠন সহ সারাদেশেপ্রতিটি টি জেলায় কমিটি ঘোষনা করা হয়েছে ।