ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ধানখেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ভোরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ধলাইমান গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশে রেললাইন সংলগ্ন ধানখেতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। সে কাঠাঁল ইউনিয়নের নলচিরা গ্রামের মতি লাল সাহার ছেলে রতন চন্দ্র সাহা (২৫)।
স্থানীয়রা জানায়, সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় স্কাইনেট কোম্পানীতে কর্মরত ছিলেন। কর্মস্থলে ট্রেনে য়াতায়াত করতেন। গতরাতে বাড়ি ফেরার পথে স্টেশনে ট্রেন থেকে নাম পারেনি। পরে ট্রেনটি স্টেশন অতিক্রম করে ধলাইমান গ্রামে চলে আসলে তখন লাফিয়ে নামতে গিয়ে মৃত্যুবরণ করে বলে ধারনা করেন এলাকাবাসী।
স্থানীওরা আরো জানায়, বেশ কিছু দিন আগে জামালপুর জেলায় এক মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলমান হয় রতন। তার বাড়ি অন্যত্র হলেও সে ছোট থেকে তার মামার বাড়ি ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলচিরা গ্রামে বড় হয়ে উঠে।
ত্রিশাল থানার এস.আই রেজাউল করিম জানান, মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে না। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান, নওমুসলিমের বিষয়ে কোন বৈধ কাগজপত্র পায়নি সনাতন ধর্মাবলম্বী হিসেবে তথ্য পাওয়া গেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গোপন অঙ্গে সুন্নতে খাৎনা করানো আছে। ধারণা করা হচ্ছে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে।
ত্রিশালে ধানখেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
