মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে সু-সংগঠিত ও গতিশীল করতে মো: হেলাল তালুকদারকে দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক করা হয়েছে।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) ইং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান আজ দলের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএম রাজ্জাক সাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণখান থানা বিএনপি’র নব নির্বাচিত আহ্বায়ক মো: হেলাল তালুকদার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ের স্থানীয় বিএনপি’র নেতারা জানান, দলের কর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সামাজিকতা, আনুগত্য প্রকাশ, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত কয়েক বছর যাবত একনিষ্ঠ ভাবে কাজ করাকে মূল মন্ত্র হিসেবে দেখছেন।
দক্ষিণখান থানার কয়েকজন তরুণ রাজনীতি ব্যক্তির সাথে আলাপ কালে তারা এ প্রতিবেদককে জানান, মো: হেলাল তালুকদার একজন উদীয়মান সফল ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবীদ। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে রয়েছে তার কঠোর অবস্থান। তৃনমূল পর্যায়ের কর্মীরা জানিয়েছেন, তার নেতৃত্বে দক্ষিণখান থানা বিএনপির নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তিনি দক্ষিণখান থানা বিএনপিকে ঢেলে সাজাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল তাকে মূল্যায়ন করেছেন।
দক্ষিণখান থানা বিএনপি’র আহবায়ক হিসেবে মো: হেলাল তালুকদারকে দায়িত্ব প্রদান করায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক হলেন হেলাল তালুকদার
