Daily Gazipur Online

দক্ষিন কেরানীগঞ্জে আল্লাহর দলের শাখা আমীর গ্রেফতার— এটিইউ

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ঢাকা দক্ষিণের দাওয়াত শাখার আমীর মোঃ ফারুক শেখ (৩৩)কে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ শুক্রবার ডিএমপি জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তি এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, এতেএসময় তার হেফাজত থেকে ২ টি মোবাইল ফোন, ৪০ টি শপথনামাসহ বিভিন্ন দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়। এবিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।