দিল্লির মাঠে অনন্য কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশী আসিফ

0
149
ভারতের দিল্লিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলো ইন্ডিয়া সোসাইটির সভাপতি রাজেশ কাপুরের কাছ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার নিচ্ছেন মিনহাজুল আবেদীন আসিফ।
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ভারতের দিল্লিতে ‘খেলো বাংলাদেশ বনাম খেলো ইন্ডিয়া’ তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অসামান্য কৃতিত্ব অর্জন করলেন টঙ্গীর মিনহাজুল আবেদীন আসিফ। দিল্লির রোটাক হরিয়ানা স্টেডিয়ামে ৫-৭জুন অনুষ্ঠিত খেলায় মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির ওপেনার মিনহাজুল আবেদীন আসিফ ম্যান অব দ্যা ম্যাচ ও গেম চেঞ্জারের মেডেল অর্জন করেন।
গতকাল দেশে ফিরে আসিফ জানান, খেলার প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান এবং ইন্ডিয়া ১০ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। এতে বাংলাদেশ ২৪ রানে জয়ী হয়। এ ম্যাচে আসিফ দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে ১২টি ছক্কা এবং ৮টি চারসহ ৬০ বলে ১২৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ দল হেরে গেলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় লাভ করে। এতে বাংলাদেশ টিম সিরিজ জেতার গৌরব অর্জন করে।
খেলো বাংলাদেশ দলকে পরিচালনা করেন খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার, পার্থ কিবরিয়া, মুক্তি খান ও ক্যাপ্টেন পারভেজ হাসান। ম্যাচ সেরা ফিল্ডিং পুরষ্কার পান সাব্বির আহমেদ ও মাহাবুবুল আলম।
এব্যাপারে তরুণ ক্রিকেটার মিনহাজুল আবেদীন আসিফ বলেন, বিদেশের মাটিতে টি-২০ ম্যাচে ভালো খেলতে পেরে আমাদের টিমসহ আমরা খুবই আনন্দিত। আমরা ক্রিকেট খেলার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে চাই।
এব্যাপারে যোগাযোগ করা হলে খেলো বাংলাদেশের সাধারণ সম্পাদক শিশির সিকদার বলেন, আসিফ ভারতের মাঠে আশাজাগানিয়া পারফরম্যান্স দেখিয়েছে। প্রথমবার তাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে, সে ব্যাটে বলে সমন্বয় রেখে এতো সুন্দর খেলা উপহার দিতে পারবে। জাতীয় দলে খেলতে পারলে সে আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here