
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটিকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিষ্কাশনসহ বিভিন্ন নানামুখী সমস্যা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। দায়িত্ব গ্রহণের পর নগরের উন্নয়নের জন্য শত শত কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছি। এ সমস্ত প্রজেক্টের কাজ ইতিমধ্যে ই-টেন্ডারের মাধ্যমে দেয়া হয়েছে। যে কেউ বাংলাদেশের যে কোন এলাকা থেকে কোন প্রকার জামেলা ছাড়া ই-টেন্ডারের মাধ্যমে কাজ নিয়ে করতে পারবে। চব্বিশ ঘন্টা সেবা সার্ভিস চালু থাকবে। আমি একটি স্বচ্ছ এবং জবাবদিহীমূলক নগর উপহার দিতে চাই। যে নগরে কোন অনিয়ম এবং দুর্নীতি থাকবে না। স্বচ্ছতার মাধ্যমে চলবে। বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এম.এ হায়দার সরকারের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, কোষাধ্যক্ষ হাসান মামুন ও দপ্তর ও প্রচার সম্পাদক মাকসুদ আহমাদ রবিন, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, ওয়াজ উদ্দিন, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, শাহজাহান শোভন, সৈয়দ আলমগীর হোসেন, শাহজালাল ও আলমগীর হোসেন প্রমুখ।
মেয়র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এক পর্যায়ে তিনি বলেন, টঙ্গী প্রেসক্লাবের জন্য স্থায়ী জায়গাসহ ভবনের ব্যবস্থা করে দেয়া হবে। যাতে সাংবাদিকরা সুন্দর পরিবেশে বসে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিপীড়িত নির্যাতিত মানুষের সহযোগিতা করতে পারে। তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে অনেকেই দায়িত্ব পালন করেছেন। ফুটপাত ছিল অবৈধ দখলকারীদের হাতে, কেউ তাদেরকে উচ্ছেদ করেনি। অনেকেই অবৈধ দখলকারীদেরকে শেলটার দিয়ে ফুটপাত দখল করে রেখেছিল। এতে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হতো। মহাসড়কে লেগে থাকতো যানজট। এখন আমি জনগণের চলাচলের সুবিধার্থে যানজটমুক্ত নগরী করার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করেছি। নগরীর খালগুলো বেদখল হয়ে গিয়েছিল। এতে নগরের ড্রেনেজ ব্যবস্থাগুলো দুর্বল হয়ে পড়েছিল। পানি সরতে পারতো না। এতে অনেকের বাড়ি ঘরসহ রাস্তা ডুবে যানবাহন মানুষের চলাচলে বেঘাত সৃষ্টি হতো। এখন তা হচ্ছে না। আমি ৮টি খালকে দখলমুক্ত করে খননের ব্যবস্থা করেছি। আমি দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থাসহ পয়নিষ্কাশনের ব্যাপক উন্নতী হয়েছে। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।






