Daily Gazipur Online

দেলোয়ার তালুকদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জামশেদ আলী তালুকদারের ছোট ছেলে দেলোয়ার হোসেন তালুকদার গত ৪ জুলাই রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেলোয়ার হোসেন তালুকদার চরকালেখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চরকালেখা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, চরকালেখান নেছারিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার সাথে জড়িত ছিলেন। তিনি মুলাদী উপজেলা সমিতি ঢাকার সিনিয়র সদস্য। তার মৃত্যুতে বরিশালসহ ঢাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, মুলাদী উপজেলা সমিতি ঢাকার সভাপতি ড. হারুন-অর-রশিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, সভাপতি একেএম আব্দুস সাত্তার (ধনু সাত্তার), বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোহসিন উদ্দিন খান, অতিসম্প্রতি নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম (মিরাজ সরদার), রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ঢাকাস্থ মুলাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (ঢামুসাস) এর সভাপতি মোজাম্মেল হোসেন শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা বলেন, দেলোয়ার হোসেন তালুকদার ছিলেন একজন শিক্ষানুরাগী। তার পিতা আলহাজ্ব জামশেদ আলী তালুকদার মৃত্যুর আগ পর্যন্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়তে আপ্রাণ চেষ্টা করে গেছেন।
প্রকাশ থাকে যে, ৫ জুলাই বাদ জোহর চরকালেখান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দেলোয়ার হোসেন তালুকদারের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।