Daily Gazipur Online

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই—আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু এমপি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নাগরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-টাঙ্গাইল) আসনের সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
প্রধান অতিথির বক্তব্য সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু বলেন, আমি নৌকায় ছিলাম,আছি ও ভবিষতেও থাকব। আগামী প্রজন্মকে সুখী রাখতে ও দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.মোজাহিদুল ইসলাম মুছা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর,সদস্য ফরিদুর রহমান ফরিদ ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শাহেদুর রহমান অপু, শেখ শামসুল হক,তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।