দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে…লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি):বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের সুপ্ত গুণাবলী বিকশিত ও প্রসারিত হয়। সাহিত্য-সংস্কৃতি সমাজ সংস্কারের বড় হাতিয়ার। সুস্থ-সুন্দর, শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য। জেসিকা থিয়েটারের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ জুন শনিবার সন্ধ্যায় ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের ‘মানুষ কেন অমানুষ’ সামাজিক নাট্যানুষ্ঠান, গুনিজন সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেসিকা থিয়েটারের সভাপতি শেখ আসাদুজ্জামান আজম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু মোল্লা), এডভোকেট শেখ আক্তারুজ্জামান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সধারণ সম্পাদক তারেক আনাম বেলাল, বাংলাদেশ ট্যাকসেস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রমুখ।
শেখ হাসান মহারর্থী এর নির্দেশনায় ‘মানুষ কেন অমানুষ’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, ওমর কামাল, আবুল কালাম মৃধা, কাজী লিটন, মিয়া মোঃ আলমগীর, পাপ্পু, আলো আক্তার তৃষা, উর্মী, নিশি আক্তার, বিপাশা, শহিদুল প্রমুখ।
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here