দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান —ক্রীড়া প্রতিমন্ত্রী

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রবাসীদের সাথে মতবিনিয়ের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এ উন্নয়নের ধারায় প্রবাসীরাও গর্বিত অংশীদার হতে পারেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। গাজীপুর-২ আসন থেকে বারবার নির্বাচিত এমপি মো. জাহিদ আহসান রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ কথা বলেন। তিনি বলেন, আমার মন্ত্রণালয়ে স্বজনপ্রীতির কোনো স্থান নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই যাবতীয় কাজ সম্পাদন করা হয়। এ ক্ষেত্রে মন্ত্রী-এমপি থেকে শুরু করে কারও তদবিরই গ্রাহ্য করা হয় না। সার্বিকভাবে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে সরকার। এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। ক্রীড়াসহ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত সৌদি প্রবাসী মো. মাইন উদ্দিন তালুকদার বলেন, বুঝ হওয়ার পরপর আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালবাসে আসছি। আর ছোট থেকে শহিদ আহসান উল্লাহ মাষ্টার স্যারের আর্দশে এ পর্যন্ত এসেছি। বর্তমানে প্রাণপ্রিয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ভাইয়ের ভালবসায় শিক্ত। সৌদি প্রবাসী মো. মাইন উদ্দিন তালুকদার আরো বলেন, গাজীপুর-২ আসনের বারবার নির্বাচিত মো. জাহিদ আহসান রাসেল ভাইয়ের জন্য আমরা সৌদি প্রবাসীরা একাদশ জাতীয় নির্বাচনের আগেই দেশের মাটিতে চলে আসছি। তাছাড়া দেশে আসার আগে সৌদির মক্কায় কাবা শরিফে সামনে মো. জাহিদ আহসান রাসেল ভাইয়ের জন্য দোয়া করে আসছি। পরিশেষে আল্লাহ্ পাক রাব্বুল আলামিন আমাদের প্রবাসীদের দোয়া কবুল করেছেন। সাথে দেশনেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান প্রবাসীরা। এছাড়াও মন্ত্রী মহোদয়ের জন্য সবসময় দোয়া ও ভালবাসা থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here